বিধানসভায় ফোন খোয়া গেল তৃণমূল বিধায়কের, তুমুল হট্টগোল
কলকাতা: বিধানসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মোবাইল ফোন খোয়া যাওয়া নিয়ে শোরগোল। বিধানসভার লবিতে রেজিস্টারে সই করার সময় ফোন সেখানে রেখেছিলেন। কিছু ক্ষণের জন্য উঠেছিলেন। কিন্তু ফিরে এসে আর ফোন পাননি বলে জানান হুমায়ুন। বিধানসভার মার্শাল এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশকে বিষয়টি জানান তিনি। পরে ফোন ফেরত পান যদিও। কিন্তু গোটা ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। (Humayun Kabir) হেড অফিসের বড়বাবুর গোঁফ চুরি যাওয়া নিয়ে কবিতা লিখে গিয়েছেন সুকুমার রায়। গোঁফ চুরি না হলেও, শাসকদলের বিধায়কের ফোন ‘চুরি’কে ঘিরে মঙ্গলবার…