‘বুদ্ধবাবু অসুস্থ, আমিও অসুস্থ, সামনে পুজো, আমাকে জামিন দিন,’ কাতর আবেদন পার্থর
কলকাতা: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ, আমি অসুস্থ, সামনে পুজো আছে, আমায় জামিন দিন।’ নিম্ন আদালতে জামিন চেয়ে এদিন কাতর আবেদন করতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন আদালতে সওয়াল জবাবের সময়ে পার্থ বলেন, ‘যে কোনও মূল্যে আমাকে জামিন দিন। আমি এসবের জন্য দায়ী নই।’ পার্থ বলেন, “এক বছরে বেশি সময় ধরে সিবিআই আমার বিরুদ্ধ কিছু প্রডিউস করতে পারেনি। সিবিআই অফিসারদের মুখোমুখি হয়েছি। ২৬ বছর ধরে জনগণের কাজ করছি। এসএসসি কি? মন্ত্রী হিসাবে আমার কোনও রোল নেই। এসএসসি আইনের অনেক অ্যামেটমেন্ট…