‘বুদ্ধবাবু অসুস্থ, আমিও অসুস্থ, সামনে পুজো, আমাকে জামিন দিন,’ কাতর আবেদন পার্থর

‘বুদ্ধবাবু অসুস্থ, আমিও অসুস্থ, সামনে পুজো, আমাকে জামিন দিন,’ কাতর আবেদন পার্থর

কলকাতা: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ, আমি অসুস্থ, সামনে পুজো আছে, আমায় জামিন দিন।’ নিম্ন আদালতে জামিন চেয়ে এদিন কাতর আবেদন করতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন আদালতে সওয়াল জবাবের সময়ে পার্থ বলেন, ‘যে কোনও মূল্যে আমাকে জামিন দিন। আমি এসবের জন্য দায়ী নই।’

পার্থ বলেন, “এক বছরে বেশি সময় ধরে সিবিআই আমার বিরুদ্ধ কিছু প্রডিউস করতে পারেনি। সিবিআই অফিসারদের মুখোমুখি হয়েছি। ২৬ বছর ধরে জনগণের কাজ করছি। এসএসসি কি? মন্ত্রী হিসাবে আমার কোনও রোল নেই। এসএসসি আইনের অনেক অ্যামেটমেন্ট হয়েছে। একজন পলিসি তৈরি করে। একটা অংশ নিয়োগের কাজ করে। এসএসসি চলে বোর্ডের মাধ্যমে। মন্ত্রীর এখানে কোনও রোল নেই। নিয়োগ দিতে পারে না।”

পার্থ আরও বলেন, “ক্যাবিনেট সেক্রেটারি সরাসরি রিপোর্ট দেয় প্রিন্সিপল সেক্রেটারিকে। প্রিন্সিপল সেক্রেটারি রিপোর্ট দেয় মুখ্যমন্ত্রীকে। আমি জানি না কারা চাকরি পেয়েছে। সামনে পুজো আসছে। আমি প্রার্থনা করছি। পরিবার আছে। ২৫ বছরের বিধায়ক আমি। আমি অনেক কষ্ট করেছি।”

রাজ্যের প্রাক্তন মন্ত্রী আরও বলেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু বেসরকারি হাসপাতালে ভর্তি। উনিও অসুস্থ, আমিও অসুস্থ। আমার দফতর বারবার পরিবর্তন হয়েছে। আমি ৫টা দফতরে ছিলাম। যে কোনো মূল্যে আমায় জামিন দিন। আমি এর জন্য দায়ী নই।”

(Feed Source: news18.com)