পার্থ কতটা প্রভাবশালী, জামিনের বিরোধিতা করে ফের আদালতকে বোঝাল ED

পার্থ কতটা প্রভাবশালী, জামিনের বিরোধিতা করে ফের আদালতকে বোঝাল ED

ফের একবার নিম্ন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে প্রভাবশালী তত্ত্বকেই হাতিয়ার করল ইডি। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে পার্থর জামিনের আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবী ফিরোজ এদুলজি। সেখানে তিনি মনে করান, গ্রেফতারির দিন থেকে গত ১ বছরে কী ভাবে নিজের প্রভাব ব্যবহার করেছেন পার্থ।

এদিন ইডির তরফে পার্থর জামিনের বিরোধিতা করে বলা হয়, পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। গ্রেফতারির পর থেকেই তা টের পেয়েছেন ইডির আধিকারিকরা। গ্রেফতারির সময় তিনি একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। যদিও মুখ্যমন্ত্রী ফোন ধরেননি। এর পর অ্যারেস্ট মেমোয় নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বলে পরিচয় দেন তিনি। গ্রেফতারির পর অসুস্থতার অজুহাতে SSKM হাসপাতালে ভর্তি হয়ে যান তিনি। পরে আদালতের নির্দেশে তাঁকে ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করালে জানা যায় তাঁর কোনও অসুস্থতাই নেই।

ইডির আইনজীবী আরও বলেন, জেলের ভিতর কয়েদীদের অলঙ্কার পরা সম্পূর্ণ নিষিদ্ধ। তার পরেও পার্থবাবুর হাতে আংটি পরার অনুমতি দিয়েছিলেন জেল সুপার। সেজন্য জেল সুপারের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিনি আরও বলেন, এই মামলার সঙ্গে যুক্ত অন্য সমস্ত অভিযুক্তকে প্রিজন ভ্যানে আদালতে পেশ করা হলেও পার্থকে জেল থেকে আনা হয় বিশেষ আরামদায়ক গাড়িতে করে।

ইডির তরফে দাবি করা হয়, সরকারি স্কুলে টাকার বিনিময়ে ভুয়ো শিক্ষক নিয়োগ করে শিক্ষাব্যবস্থাকে চুরমার করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় আগেই সওয়াল করেছিলেন পার্থর আইনজীবী। আদালতের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে রায়দান হবে বলে জানিয়েছেন বিচারক।

(Feed Source: hindustantimes.com)