‘সরকার চাইলে মানিকের টাকায় নতুন নিয়োগ’, বাতিল-নির্দেশে জানাল হাইকোর্ট

‘সরকার চাইলে মানিকের টাকায় নতুন নিয়োগ’, বাতিল-নির্দেশে জানাল হাইকোর্ট

সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বেনজির নির্দেশ হাইকোর্টের। একসঙ্গে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের (High Court)। তারসঙ্গেই ৩ মাসের মধ্যে প্রাথমিকে নতুন করে প্যানেল করার নির্দেশ হাইকোর্টের।

এই নির্দেশের সময়ে উঠে এসেছে মানিক ভট্টাচার্যের নামও। যে সময়ে এই দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সময় পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। এখন নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জড়িত থাকার অভিযোগে মানিক ভট্টাচার্য জেলে রয়েছেন। এদিন চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার সময় বিচারপতি জানিয়েছেন, নতুন নিয়োগ প্রক্রিয়ার খরচ তোলা যেতে পারে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের কাছ থেকে।

ইডির ‘বিস্ফোরক’ দাবি:
৩২৫ জনকে টেট পাস করাতে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন বলে দাবি করেছিল ইডি। শুক্রবার ৩৬ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে, সেই মানিক ভট্টাচার্যর প্রসঙ্গ টেনে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি সরাসরি বলেন, মানিক ভট্টাচার্য ও তাঁর দুর্নীতির জন্য এই অবস্থা।

এই ৩৬ হাজার প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী টেট দিয়েছিলেন ২০১৪ সালে। তারপর তাঁদের নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। এই সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্য়ান পদে ছিলেন, তৃণমূল ব

ধায়ক মানিক ভট্টাচার্য।

যিনি নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র (ED) হাতে গ্রেফতার হয়ে, এখন জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে চাকরি বিক্রির চাঞ্চল্য়কর অভিযোগ সামনে এসেছে! ইডি-র তরফে দাবি করা হয়েছে, ২০১৪ সালের টেট-এ ৩২৫ জনকে পাস করিয়ে দিতে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলেও দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরক্টরেট। রাজ্য় সরকার চাইলে, সেই মানিক ভট্টাচার্যর থেকে টাকা নিয়ে, ৩৬ হাজার শূন্য়পদে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে পারে বলে শুক্রবার মন্তব্য় করল কলকাতা হাইকোর্ট। যে ২০১৪ সালের টেট নিয়ে এত বিতর্ক, সে বছরই নিয়োগ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য় করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। এবার ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিল, এবং সেই পদে পুনর্নিয়োগের নজিরবিহীন নির্দেশেও জড়াল সেই মানিকের নাম!

(Feed Source: abplive.com)