বাংলার গর্ব SSKM-এ চিকিৎসা করান, সুজয়কৃষ্ণের জামিন খারিজ করে বললেন বিচারক

বাংলার গর্ব SSKM-এ চিকিৎসা করান, সুজয়কৃষ্ণের জামিন খারিজ করে বললেন বিচারক

হার্ট ব্লকেজ ধরা পড়েছে বলে জামিনের আবেদন করেও সুবিধা করতে পারলেন না কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ। ফের একবার তাঁর জামিনের আবেদন খারিজ করল নগর দায়রা আদালত। এদিন সুজয়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে বিচারক বলেন, এসএসকেএম রাজ্যের গর্ব, সেখানে চিকিৎসা করান।

চলতি মাসের শুরুতে সুজয়কৃষ্ণবাবুর স্ত্রী বিয়োগ হয়। এর পর আদালতে জামিনের আবেদন করেন সুজয়কৃষ্ণবাবু। কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য ১৬ জুলাই পর্যন্ত প্যারোলে মুক্তি দেয়। সঙ্গে দেয় একগুচ্ছ শর্ত। ১৭ জুলাই কারাগারে ফিরে ইডি আধিকারিকের সামনেই অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণবাবু। তাঁকে তড়িঘড়ি জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে SSKM. পরীক্ষায় ধরা পড়ে সুজয়কৃষ্ণবাবুর হৃদযন্ত্রের ধমনীতে বাধা রয়েছে। সঙ্গে সঙ্গে স্টেন্ট বসান চিকিৎসকরা। সেই থেকে SSKMএই ভর্তি কালীঘাটের কাকু। সম্প্রতি চিকিৎসকরা জানান সুজয়কৃষ্ণবাবুর ওপেন হার্ট সার্জারি করতে হবে। এর পর ফের জামিনের আবেদন করেন তিনি।

এদিন জামিনের শুনানিতে কাকুর আইনজীবী সেলিম রহমান বলেন, ‘সুজয়কৃষ্ণবাবুর শারীরিক অবস্থা ভালো নয়। তাঁর হৃদযন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়েছে। বাইপাস সার্জারি করতে হতে পারে। সেজন্য ভিনরাজ্যে নিয়ে যেতে হতে পারে তাঁকে। সেজন্য তাঁকে জামিন পেওয়া হোক।’

জবাবে নগর দায়রা আদালতের বিচারক বলেন, SSKM হাসপাতাল রাজ্যের গর্ব। সেখানে VVIPদের চিকিৎসা হয়। সেখানে চিকিৎসা করান। একথা বলে জামিনের আবেদন খারিজ করে দেন তিনি।

কালীঘাটের কাকুর মাধ্যমে কুন্তলের কাছ থেকে সুজয়কৃষ্ণ ৮০ লক্ষ টাকা পার্থ চট্টোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন বলে আদালতে জানিয়েছে ইডি।

(Feed Source: hindustantimes.com)