মহারাষ্ট্র, দিল্লির পুনরাবৃত্তি বাংলায়? ’২৬-এর আগে ভুয়ো ভোটার নথিভুক্তির অভিযোগ
কলকাতা: মহারাষ্ট্র, দিল্লিতে অভিযোগ উঠেছিল আগেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে একই অভিযোগ পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গেও ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। একদিন আগেই এ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। এ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে শোভনদেব বলেন, “এক-দু’দিনের মধ্যে মিটিং ডাকছি আমি। নিজে নির্বাচন কমিশনের দফতরে যাব। চিঠিও দেব। পরিষ্কার বক্তব্য, তথ্য যাচাই না করে, একটি ভোটারের…

