রবিবারও গঙ্গার নিচে ছুটবে মেট্রো, কবে থেকে শুরু পরিষেবা?
কলকাতা: দুর্গাপুজোর আগে গঙ্গার দুপাড়ের বাসিন্দাদের জন্য বড় ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)। সপ্তাহের অন্যান্য দিনের মতোই রবিবারও হাওড়া ময়দান- এসপ্ল্য়ানেড পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রিন লাইনে রবিবারও ছুটবে মেট্রো। রবিবার প্রথম মেট্রো মিলবে দুপুর ২টো ১৫ নাগাদ এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪৫ মিনিটে। বড় ঘোষণা কলকাতা মেট্রোর: মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “কলকাতাবাসী ও হাওড়াবাসীর জন্য সুখবর। গ্রিন লাইনে (হাওড়া ময়দান- এসপ্ল্য়ানেড) মেট্রো রেল চালু হয়েছিল ১৫ মার্চ। এতদিন…