কলকাতা মেট্রোয় চাকরি পেয়েছেন? ‘জয়েনিং লেটার’ ভুয়ো নয় তো? সামনে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা মেট্রোয় চাকরি পেয়েছেন? ‘জয়েনিং লেটার’ ভুয়ো নয় তো? সামনে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা মেট্রো রেলওয়ের কোনও ‘জয়েনিং লেটার’ পেয়েছেন? ভেরিফিকেশনের জন্য নথিপত্র জমা দিতে বলেছে? তাহলে খুব ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে। কারণ অনেকের কাছেই কলকাতা মেট্রোর নাম করে একটি ভুয়ো ‘জয়েনিং লেটার’ যাচ্ছে। সেই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে প্রার্থীদের সতর্ক করা হল। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ‘রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড’ (আরআরবি) বা ‘রেলওয়ে রিক্রুটমেন্ট সেল’ (আরআরসি)-র মাধ্যমে কলকাতা মেট্রোয় নিয়োগ করা হয়। তাছাড়া অন্য কোনওভাবে মেট্রোয় নিয়োগ করা হয় না। সেই পরিস্থিতিতে প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

যে ভুয়ো ‘জয়েনিং লেটার’-র প্রেক্ষিতে কলকাতা মেট্রোর তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘অভিনন্দন, প্রিয় প্রার্থী, আপনার অনলাইন চাকরির আবেদন গৃহীত হয়েছে। আপনি কলকাতা মেট্রোর জন্য নির্বাচিত হয়েছেন। আপনার পদ হল মেনটেনটেন্স সুপারভাইজার। আপনার কাজের সময় হল জেনারেল শিফট। যা শুরু হবে সকাল ১০ টা থেকে। চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। প্রথম তিন মাসের পর্যবেক্ষণের সময় বেতন হবে ১৭,৭৮০ টাকা। তিন মাস পরে বেতন হবে ১৯,২৪০ টাকা। পোস্টিং হবে শিয়ালদা মেট্রো স্টেশনে।’

শুধু তাই নয়, ওই ভুয়ো জয়েনিং লেটার বিশ্বাসযোগ্য করে তুলতে ঠিকানা এবং যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে। ঠিকানা হিসেবে ‘সল্টলেক, সেক্টর-৫, এন ব্লক, বিধাননগর, কলকাতা-৭০০০৯১’ দেওয়া আছে ওই ভুয়ো জয়েনিং লেটার। আর যোগাযোগের জন্য অংশুমান গুপ্ত হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে। দেওয়া আছে একটি নম্বরও। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, ওই ‘জয়েনিং লেটার’ যে ভুয়ো, তা একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে। বেশি ঘাম ঝরবে না। কারণ তাতে অজস্র ভুল আছে। তবে অনেকে এটা বলেও সতর্ক করছেন যে অনেক সময় সেই ভুলগুলো থাকে না। ফলে খুব সতর্ক থাকতে হবে।

আর ঠিক সেই বিষয়টাই তুলে ধরেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘আমজনতা যাতে ভালো পরিষেবা পান, তা নিশ্চিত করতে দক্ষ কর্মীদের নিয়োগ করে আসছে মেট্রো রেলওয়ে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং ‘রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে নিয়োগ করে স্বচ্ছতা বজায় রাখা হয়।’ সেইসঙ্গে তিনি বলেছেন, ‘কলকাতা মেট্রোয় চাকরি পেতে কোনও টাকা লাগে না। কারণ এখানে স্বচ্ছভাবে নিয়োগ করা হয়। চাকরি প্রতারকদের ফাঁদে যাতে পা না দেন, সেই আর্জি জানানো হচ্ছে সকলকে।’

(Feed Source: hindustantimes.com)