কলকাতা মেট্রোয় চাকরি পেয়েছেন? ‘জয়েনিং লেটার’ ভুয়ো নয় তো? সামনে চাঞ্চল্যকর তথ্য
কলকাতা মেট্রো রেলওয়ের কোনও ‘জয়েনিং লেটার’ পেয়েছেন? ভেরিফিকেশনের জন্য নথিপত্র জমা দিতে বলেছে? তাহলে খুব ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে। কারণ অনেকের কাছেই কলকাতা মেট্রোর নাম করে একটি ভুয়ো ‘জয়েনিং লেটার’ যাচ্ছে। সেই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে প্রার্থীদের সতর্ক করা হল। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ‘রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড’ (আরআরবি) বা ‘রেলওয়ে রিক্রুটমেন্ট সেল’ (আরআরসি)-র মাধ্যমে কলকাতা মেট্রোয় নিয়োগ করা হয়। তাছাড়া অন্য কোনওভাবে মেট্রোয় নিয়োগ করা হয় না। সেই পরিস্থিতিতে প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে…