শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, কী জানালেন প্রধান বিচারপতি?
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল হওয়ায়, অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। ‘যোগ্য কারও চাকরি যাবে না, আমরা সুপ্রিম কোর্টে যাব, ব্য়াখ্য়া চাইব, পুনর্বিবেচনার আবেদন জানাব’, সোমবারই ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তারপরই শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আবেদনের কথা জানান রাজ্য সরকারের আইনজীবী। সুপ্রিম কোর্টে মঙ্গবার তিনি সওয়াল করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক…










