‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের

‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের

কলকাতা: দুর্নীতির প্রশ্নে একদিকে তৃণমূলকে(TMC) আক্রমণ কংগ্রেসের। আর অন্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হয়ে আইনি লড়াইয়ে কংগ্রেস (West Bengal Congress) নেতা অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)। তা নিয়ে এবিপি আনন্দে প্রশ্নের মুখে পড়েছিলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি (Koustav Bagchi)। তাতে এ বার সিঙ্ঘভিকে কড়া চিঠি লিখলেন কৌস্তভ। তাঁর মতে, আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, তা ঠিক করার অধিকার রয়েছে সিঙ্ঘভির। কিন্তু কংগ্রেস কর্মী এবং সমর্থকদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না তিনি।

সিঙ্ঘভির জন্য বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, দাবি কৌস্তভের

কড়া ভাষায় সিঙ্ঘভিকে চিঠি দিয়েছেন কৌস্তভ। সিঙ্ঘভির উদ্দেশে তিনি লেখেন, ‘আপনার জন্য বাংলার কংগ্রেস নেতা-কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। পেশাদার আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, তা ঠিক করতেই পারেন আপনি। কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসেবে দল ও কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আপনি যখন সেই দলের নেতার হয়ে লড়াই করছেন, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় কংগ্রেসের নেতা-কর্মীরা আজ সমস্বরে বলছেন, ‘আমরা আপনার জন্য লজ্জিত’।’

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের একাধিক নেতার নাম জড়িয়েছে। সেই আবহেই একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য় করেন যে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI এবং ED-র। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেখানে তাঁর হয়ে সওয়াল করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা পেশায় আইনজীবী সিঙ্ঘভি। তাতে প্রাথমিক দুর্নীতির দুই মামলা সরিয়ে দেওয়া হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে।

নিয়োগ দুর্নীতি নিয়ে বাংলায় যেখানে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস, সেই সময় সুপ্রিম কোর্টে অভিষেকের হয়ে সিঙ্ঘভির সওয়াল করা নিয়ে প্রশ্ন ওঠে। এবিপি আনন্দে সেই নিয়ে প্রশ্নের মুখে পড়েন কৌস্তভও। তাতে তিনি জানান, সিঙ্ঘভিদের নেতা বলে মানতে আপত্তি রয়েছে কংগ্রেসের অন্দরেই। এর আগে পি চিদম্বরমের সময় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। সিঙ্ঘভির ক্ষেত্রেও নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দেবেন। তার পরই সিঙ্ঘভির উদ্দেশে কড়া চিঠি লেখেন কৌস্তভ।

আগে কংগ্রেসপন্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন চিদম্বরমও

এর আগে, মেট্রো ডেয়ারি মামলায় ‘কেভেন্টার্র’-এর হয়ে সওয়াল করায় কলকাতা হাইকোর্টে কংগ্রেসপন্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন চিদম্বরমও।  কলকাতা হাইকোর্টে মেট্রো ডেয়ারি-মামলা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর অভিযোগ ছিল, জলের দরে সিঙ্গাপুরের একটি সংস্থাকে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজ্যের ৪৭% শেয়ার নামমাত্র দামে বিক্রি করা হয়েছে। তার পরেও কংগ্রেস নেতা চিদম্বরম ‘কেভেন্টার্স’-এর হয়ে সওয়াল করায় বিক্ষোভ দেখান কংগ্রেসপন্থী আইনজীবীরা। তৃণমূলের হয়ে চিদম্বরম দালালি করছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। তাতে কৌস্তভও শামিল ছিলেন।

(Feed Source: abplive.com)