
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অশ্লীল ট্রোলের মুখে পড়তে হয় তারকাদের। কখনও ছবি পোস্ট করে, কখনও আবার ছবি বানিয়েও কটাক্ষে জেরবার হতে হয় তারকাদের। এবার সেরকমই অশ্লীল কটাক্ষের শিকার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)। এমনকী এই বিষয়ের বিরোধীতা করে ট্রোলারদের শিকার হয়েছেন পরিচালকপত্নী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেনও (Zinia Sen)। AI দিয়ে তৈরি বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার থানায় অভিযোগ দায়ের করলেন পরিচালক।
মঙ্গলবার আচমকা শিবপ্রসাদকে আক্রমণ করে একদল ব্যক্তি, যারা সুপারস্টার দেবের ফ্যান (Dev’s Fan)। একাধিক স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। সেই স্ক্রিনশটে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’ এখানেই শেষ নয়। অশ্লীলভাষায় গালিগালাজও করা হয়েছে পরিচালক-অভিনেতাকে।
সোশ্যাল মিডিয়ায় জিনিয়া লেখেন, ‘ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশাল মিডিয়া লাইফের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা ‘পুষ্পা’ বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…।’মঙ্গলবার দিনভর এই বিষয়ে সোশাল মিডিয়া ছিল উত্তপ্ত। বুধবার তা পৌঁছল চরমে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিকৃত ছবি তৈরি করা হয় শিবপ্রসাদের স্ত্রী জিনিয়ার। সেই ছবি ছড়িয়ে দেওয়া হয় নেটপাড়ায়।
এই ঘটনায় শিবপ্রসাদ বলেন, ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। আগে কখনও এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। তবে ছবি রিলিজ থেকে তিনি পিছিয়ে আসবেন না বলেও জানান পরিচালক। কে বা কারা এসব ঘটাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় পুলিসের সঙ্গে যোগাযোগ করে বুধবার বিকেলে রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। যে সমস্ত ফ্যানপেজ এবং প্রোফাইল থেকে কটূক্তি এবং হুমকি দেওয়া হয়, সেগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস।
(Feed Source: zeenews.com)