সৃজিতের নতুন সিনেমার কাস্টিংয়ে বড় বদল! সোহিনীর বদলে আবির-টোটার বিপরীতে থাকছেন কে?
কলকাতা: এই ছবির ঘোষণা হয়েছিল বেশ কিছুদিন আগেই, প্রকাশ্যে এসেছিল ছবির কাস্টিং ও! তবে কিছু সমস্যার কারণে পিছিয়ে গিয়েছিল এই সিনেমার শ্যুটিং, হয়েছে প্রযোজক বদল ও। অবশেষে চূড়ান্ত হল সিনেমার প্রযোজক ও কাস্টিং। নন্দী মুভিজ-এর হাত ধরে নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-কে নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। কালজয়ী উপন্যাস ‘পথের দাবি’-র ১০০ বছর পূর্ণ হবে। তার আগে, সেই উপন্যাসকে ভিত্তি করেই নতুন সিনেমা আনতে চলেছেন সৃজিত। প্রযোজক পরিবর্তনের আগে সিনেমাটি ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল,…








