কাজলের গুণগ্রাহী থেকে কাজলের অনস্ক্রিন প্রেমিক! নায়িকার জন্মদিনে স্মৃতি হাতড়ালেন টোটা

কাজলের গুণগ্রাহী থেকে কাজলের অনস্ক্রিন প্রেমিক! নায়িকার জন্মদিনে স্মৃতি হাতড়ালেন টোটা

কলকাতা: আজ কাজলের জন্মদিন। আর তাঁকে শুভেচ্ছা জানাতেই, সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করে নিলেন বাংলার অভিনেতা, টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। ২০১৮ সালে কাজলের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছিলেন টোটা। সেই ছবিই ফিরে দেখলেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় কাজলের সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন টোটা, সেখানে অভিনেতার গায়ে সাদা শার্ট। মাথায় হেলমেট, চোখে রোদচশমা। আর পিছন থেকে তাঁর গলা জড়িয়ে ধরে রয়েছেন কাজল। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে টোটা লিখেছেন, ‘ভীষণ গুণী একজন অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। যে ১০ সেকেন্ডে কেবল নিজের চোখ দিয়েই পাঁচটা আবেগ ফুটিয়ে তুলতে পারে। যার জন্য় সংলাপের কোনও প্রয়োজনই হয় না।’ সোশ্যাল মিডিয়ায় টোটার এই পোস্টে কাজলকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। হেলিকপ্টার এলা ছবিতে কেবল টোটা নয়, কাজলের সঙ্গে বাংলা থেকে কাজ করেছিলেন ঋদ্ধি সেনও।

ফেসবুকে লম্বা একটি পোস্ট করে টোটা লিখেছেন…

‘ঝলমলে নভেম্বরের সকাল। হাইওয়ে ধরে এগোচ্ছি। ফোনটা বেজে উঠল। দেখলাম, DADA Calling..! মুম্বই ইন্ডাস্ট্রির সকলের প্রিয় দাদা অর্থাৎ স্বর্গীয় শ্রী প্রদীপ সরকার। ফোন তুলতেই দাদা বললেন,
“কোথায়?”
– পুণে যাচ্ছি। কাজে।
– মুম্বই ফিরবি?
– না দাদা। পুণে থেকেই কলকাতা।
– একটা ছবি করছি। করবি?
– হ্যাঁ।
– পার্টটা কি জানতে চাইলি না।
– অন্য কেউ হলে চাইতাম। জানি তুমি খারাপ রোল দেবে না।
কয়েক মুহুর্তের নীরবতা। তারপর আবার —
– কাজলের বয়ফ্রেন্ড। পরে হাসবেন্ড।
এবার আমার নীরব হওয়ার পালা। মানে????? চালক বাবাজিকে গাড়ি থামাতে বললাম।
– কি বললে? ঠিক শুনতে পেলাম না।
মনশ্চক্ষে দেখতে পাচ্ছি ঝুনো গোঁফের ফাঁকে দাদার সেই দুষ্টু হাসিটা।
– ফিউস উড়ে গেল? কাজলের opposite এ তোকে কাস্ট করছি।
শুধু ফিউস নয় ট্রান্সফর্মার উড়ে গেছে ততক্ষনে।
– ফেব্রুয়ারি থেকে শুট। দাড়িটা রাখিস। শেষের সিনটা আগে শুট করবো তারপর শেভ করে শুধু গোঁফটা থাকবে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে!! কোটিখানেক মানুষের মতো আমিও যে কাজলের গুণগ্রাহী। দাদাও সেটা জানতেন। শুটিং এর প্রথম দিনে আমায় অপ্রস্তুত করার জন্য কাজলকে সেটা হইহই করে বলেও দিলেন।
তবে শুট’টায় খুব আনন্দ করেছিলাম। ঋদ্ধিও (সেন) ছিল। ছবিটার নাম: হেলিকপ্টার ইলা।
হঠাৎ কেন স্মৃতিচারণ? কারণ আজ কাজলের ৫০তম জন্মবার্ষিকী। ওকে wish করার জন্যই ছবিটা পোস্ট করব ভেবেছিলাম। হঠাৎ দাদার কথা খুব মনে পড়ে গেল।
এই হয়েছে এক জ্বালা। যত বয়েস বাড়ছে তত স্মৃতিকাতর হয়ে পড়ছি আর আজকাল চোখদুটো অজান্তেই সিক্ত হয়ে ওঠে। ”

এই একটিই নয়, বলিউডে একাধিক কাজ করেছেন টোটা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ (Rocky our Rani ki Prem Kahani)-তে আলিয়া ভট্টের (Alia Bhatt) বাবা চন্দনের চরিত্র। একজন কত্থক শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন টোটা। তাঁর অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)-ও। বর্তমানে টলিউড ও বলিউড, দুই জায়গাতেই কাজ করছেন টোটা।

‘রকি অউর রানি কী প্রেম কাহানি’-তে কাজ করা নিয়ে এবিপি লাইভকে টোটা বলেছেন, ‘২০২৩-কে আমি কেরিয়ারের অন্যতম সেরা বছর বলতেই পারি। কারণ এইরকম প্রশংসা আমি শেষ পেয়েছিলাম ঠিক ২ দশক আগে। যখন আমি আমার কেরিয়ারটা সবে সবে শুরু করেছি। ২০০৩ সালের অক্টোবর মাসের প্রথম মুক্তি পেল ‘চোখের বালি’। সেইসময়ে প্রশংসার বন্যায় ভেসে গিয়েছিলাম। তারপরে আবার ২০ বছর কাজ.. সেই পথ চলা। এই ২০ বছর পরে এসে আমার সেই প্রশংসা,  সেই ভালবাসায় ভাবছি। তবে এবার সেই ব্যাপ্তিটা আরও বৃহৎ। কেবল দেশে নয়, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সিঙ্গাপুর…. যেখানে যেখানে এই ছবি চলেছে,  দর্শক আলাদা করে আমার সম্পর্কে জানতে চেয়েছে এতটাই ভাল একটা চরিত্র পেয়েছিলাম। বলতে পারেন এটা আমার কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। আমার কাছে একটা নতুন রাস্তা উন্মোচিত হল, সেটা বলিউডের রাস্তা।’

(Feed Source: abplive.com)