আসছে শুভশ্রী, সোহিনী, ঋতাভরীর নতুন ওয়েব সিরিজ! শেষ জানা যাবে ‘ইন্দু’ আর ‘কালরাত্রি’-র ও
কলকাতা: পুজোর সময়ে মুক্তি পাচ্ছে এক গুচ্ছ বাংলা ওয়েব সিরিজ। এর মধ্যে কিছু এক্কেবারে নতুন, আর কিছু সিরিজের আসছে অন্তিম পর্ব। আজ দুর্গাপুজোর আগে, এক গুচ্ছ ওয়েব সিরিজের ঘোষণা করল ‘হইচই’ (Hoichoi)। ‘হইচই’-এর বেশ কয়েকটা ওয়েব সিরিজের অন্তিম পর্বের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে নতুন ভাগ। অক্টোবরেই মুক্তি পাবে সেই ওয়েব সিরিজের শেষ ভাগগুলি। ‘হইচই’-থেকে এর নাম দেওয়া হয়েছে, ‘উৎসবের নতুন গল্প’। তা ছাড়াও, মুক্তি পাবে বেশ কয়েকটা নতুন ওয়েব সিরিজ। কী কী ওয়েব…


