Federation vs Bidula Bhattacharya: বিদুলার কাজে বাধা দিতে পারবে না ফেডারেশন, তথ্য-সংস্কৃতি সচিবকে তদন্তের নির্দেশ হাইকোর্টের!
অর্ণবাংশু নিয়োগী: ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI) তথা ফেডারেশনের অকারণ হস্তক্ষেপের কারণে কাজ করতে না পারার অভিযোগ নিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। দুদিন আগেই জানা যায় যে ফেডারেশনের বিরুদ্ধে এই লড়াইয়ে বিদুলার পাশে দাঁড়িয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রনীল রায়চৌধুরী। এদিন আদালতে বিদুলার পাশাপাশি হাজির ছিলেন পরমব্রতও। টালিগঞ্জ স্টুডিওপাড়ার অচলাবস্থায় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিবকে অভিযোগের তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। চার সপ্তাহের মধ্যে তদন্ত করে…