Dev on Anirban: অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইলেন দেব! ‘ব্যান’ তুলতে মুখ্যমন্ত্রীকে আর্জি মেগাস্টারের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডে কি তবে বরফ গলতে চলেছে? অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ওপর ফেডারেশনের অঘোষিত ‘ব্যান’ বা নিষেধাজ্ঞা নিয়ে যখন টালিপাড়া উত্তাল, ঠিক তখনই ত্রাতা হয়ে এগিয়ে এলেন সুপারস্টার দেব। দেব ও শুভশ্রীর আগামী ছবিতে অনির্বাণ থাকছেন কি না, সেই জল্পনা উস্কে দিয়ে এদিন দেব যা করলেন, তা টলিউডের ইতিহাসে বিরল। সম্প্রতি রটে গিয়েছিল দেবের নতুন ছবি ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকে। তবে শুক্রবার ইম্পার (EIMPA) মিটিংয়ে এসে দেব স্পষ্ট জানান, খবরটি সম্পূর্ণ ভুয়ো। তিনি বরং প্রসেনজিৎ…
