Dev Casts Anirban Bhattacharya: দেব-শুভশ্রীর ছবিতে ভিলেন ‘নিষিদ্ধ’ অনির্বাণ! ফেডারেশনের সঙ্গে সরাসরি যুদ্ধে মেগাস্টার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রি কি এবার এক বড়সড় বিদ্রোহের সাক্ষী হতে চলেছে? মেগাস্টার দেব (Dev) বনাম ফেডারেশনের (Federation) লড়াই যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে স্টুডিও পাড়ার অন্দরে। ২০২৬ সালের পুজোয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সঙ্গে তাঁর জুটির ঘোষণা আগেই করেছিলেন দেব। কিন্তু এবার যে চমকটি তিনি দিলেন, তা কার্যত ফেডারেশনের বিরুদ্ধাচরণ। সূত্রের খবর, দেবের এই নতুন ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। উল্লেখ্য, ফেডারেশনের বিরোধিতা করার কারণে অনির্বাণ এই মুহূর্তে…

