এই দল করলে ওই দল হ্যারাস করবে, ওই দল করলে এই দল হ্যারাস করবে: দেব
কলকাতা: SIR নিয়ে লাগাতার হয়রানি-হেনস্থার অভিযোগের মধ্যেই অভিনেতা-সাংসদ দেব শুনানিতে হাজির হলেন। বুধবার শুনানির পর দেব ইঙ্গিতে বোঝালেন, রাজনীতি করার জন্য অনেক সময়ই কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দেব বলেন, ‘যাঁরা সিনিয়র সিটিজেন, একা থাকেন, বিভিন্ন শারীরিক সমস্যা আছে, দাঁড়াতে পারেন না, যাঁরা ভয় পান এত বড় লাইনে দাঁড়াতে, হারিয়ে যাব না তো, এরকম সংশয় থাকে, তাঁদের কথা ভাবা উচিত কমিশনের। এরকম প্রচুর মানুষ আছেন। তাঁদের কাছে যদি প্রতিনিধি পাঠিয়ে পরিচয় প্রমাণ করার সুযোগ দেওয়া হয়, ভাল হয়। সিনিয়র সিটিজেন…




