এবার SIR-শুনানিতে ডাক পেলেন দেব ! জানা গেল কারণও
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : সূত্রের খবর, আর এবার SIR শুনানিতে নোটিস পেলেন ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। জানা গেল তাঁর এলাকার কাউন্সিলর সূত্রে। শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা। দেব ছাড়াও ডাকা হয়েছে তাঁর পরিবারের আরও ৩ জনকে। এখন দেখার তাঁরা হাজিরা দেন কিনা । সূত্রের খবর, তাঁর আবাসনে নোটিশ গিয়েছে। জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেটা ফিল-আপ করা হয়নি। শোনা যাচ্ছে, ওই আবাসনের অনেকেই নাকি এই কারণেই…

