‘অনুরাগের সেরা আবিষ্কার…’, কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে কী বললেন মহেশ?
‘গ্যাংস্টার এ লাভ স্টোরি’, ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। অনুরাগ বসু পরিচালিত এই ছবির প্রযোজক ছিলেন মহেশ ভাট। কঙ্গনা ছাড়া এই সিনেমায় অভিনয় করেছিলেন ইমরান হাশমি এবং শাইনি আহুজা। ছবির ১৯ বছর পূর্তি উপলক্ষে স্মৃতি রোমন্থন করতে গিয়ে কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ হলেন মহেশ। গ্যাংস্টার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মহেশ বলেন, ‘এই সিনেমার প্রত্যেকটি ফ্রেমে ছিল জাদুকরী ছোঁয়া। এই সিনেমার সব থেকে বড় পাওয়া ছিল কঙ্গনা। অনুরাগের সব থেকে বড় খোঁজ ছিল ও। প্রথম ছবিতেই সকলের…







