‘সেটাই প্রাপ্য ছিল…’, অভিনেতাকে চড় মারা প্রসঙ্গে মুখ খুললেন মৌসুমী চট্টপাধ্যায়!
অভিনেত্রী মৌসুমী চট্টপাধ্যায় যে স্পষ্টবাদী তা তো বলাই বাহুল্য। তিনি বেশি রাখঢাক পছন্দ করেন না, সব কিছুরই সোজা সাপটা জবাব দিয়ে থাকেন। যে যত বড়মাপেরই অভিনেতা বা পরিচালক হোন না কেন, নায়িকার চোখে যেটা অন্যায় সেটার সব সময় প্রতিবাদ করেছেন তিনি। পুরুষ সহ-অভিনেতা কখনও সীমা অতিক্রম করলে তাঁকেও উচিত শিক্ষা দিয়েছে মৌসুমী। শোনা যায় এক অভিনেতাকে নাকি তিনি চড়ও মেরে ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌসুমী এই বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন স্পষ্টবাদী হওয়ার কারণে কীভাবে তাঁকে নানা ক্ষতির মুখেও পড়তে…


