‘জাহিরকে প্রথম দেখেই ভাল লেগেছিল, ১ মাস পরেই ঠিক করলাম..’, প্রেম, বিয়ে নিয়ে অকপট সোনাক্ষী সিংহ
কলকাতা: বলিউডে তাঁদের জুটি বেশ জনপ্রিয়, অনুরাগীরাও ভালবাসেন তাঁদের। দীর্ঘ প্রেম আর তারপরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া.. সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha) আর জাহির ইকবাল (Zaheer Iqbal)-এর প্রেমের গল্প যেন রূপকথা। প্রথমে অবশ্য নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে না আনলেও, পরবর্তীকালে এইসব নিয়ে রাখঢাক করেননি সোনাক্ষী আর জাহির। ৭ বছর প্রেমের পরে, সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বর্তমানে মায়ানগরীর অপূর্ব সুন্দর একটি ফ্ল্যাটে ঘর পেতেছেন তাঁরা। সদ্যই, ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হিসেবে এসেছিলেন সোনাক্ষী। আর সেখানেই তিনি মুখ খোলেন…










