‘জাহিরকে প্রথম দেখেই ভাল লেগেছিল, ১ মাস পরেই ঠিক করলাম..’, প্রেম, বিয়ে নিয়ে অকপট সোনাক্ষী সিংহ

‘জাহিরকে প্রথম দেখেই ভাল লেগেছিল, ১ মাস পরেই ঠিক করলাম..’, প্রেম, বিয়ে নিয়ে অকপট সোনাক্ষী সিংহ

কলকাতা: বলিউডে তাঁদের জুটি বেশ জনপ্রিয়, অনুরাগীরাও ভালবাসেন তাঁদের। দীর্ঘ প্রেম আর তারপরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া.. সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha) আর জাহির ইকবাল (Zaheer Iqbal)-এর প্রেমের গল্প যেন রূপকথা। প্রথমে অবশ্য নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে না আনলেও, পরবর্তীকালে এইসব নিয়ে রাখঢাক করেননি সোনাক্ষী আর জাহির। ৭ বছর প্রেমের পরে, সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বর্তমানে মায়ানগরীর অপূর্ব সুন্দর একটি ফ্ল্যাটে ঘর পেতেছেন তাঁরা। সদ্যই, ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হিসেবে এসেছিলেন সোনাক্ষী। আর সেখানেই তিনি মুখ খোলেন জাহিরের প্রেমে পড়ার গল্প নিয়ে। কী বললেন সোনাক্ষী?

ওই শো-তে এসে সোনাক্ষী জানান, তিনি জাহিরকে প্রথমবার দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তিনি নিজের জীবনের বাকিটা এই মানুষটির সঙ্গেই কাটাতে চান। সোনাক্ষীর কথায়, ‘জাহিরকে দেখার পরেই আমি ভেবেছিলাম, এই মানুষটিই আমার জীবনসঙ্গী। আমি ঠিক করে নিয়েছিলাম, এই মানুষটিই আমার জীবনসঙ্গী। জাহিরকে দেখার এক মাস পরেই আমি ওঁকে বলেছিলা যে, আমি শুধু তোমাকেই বিয়ে করব। তারপর ৭ বছর পর আমরা বিয়ে করি’।

২৩ জুন, ২০২৪-এ সোনাক্ষী সিংহ এবং জাহির ইকবাল-এর বিয়ে হয়েছিল। অভিনেত্রী তাঁর বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন- ‘এইভাবে বিয়ে করা, সবসময়ই আমার স্বপ্ন ছিল। আমি এমন কিছু করতে চেয়েছিলাম যেটা সারা জীবন মনে থাকবে। তাই আমি ভেবেছিলাম মায়ের শাড়ি পরেই বিয়ে করব? আমি মায়ের কাছে গেলাম এবং বললাম ‘মা, তোমার শাড়িগুলো দেখাও’। মাত্র পাঁচ মিনিটে আমি একটি সুন্দর অফ-হোয়াইট চিকনকারি শাড়ি বেছে নিলাম। সেটা পরেই আমার আইনি বিয়ে হয়েছিল।’

সোনাক্ষী সিংহ এবং জাহির ইকবাল স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে ২৩ জুন, ২০২৪-এ কোর্ট ম্যারেজ সারেন। তাঁরা এই তারিখটি বেছে নিয়েছিলেন কারণ এটি তাঁদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই তারিখেই তাঁরা ২০১৭ সালে সলমন খানের ছবি ‘টিউবলাইট’-এর স্ক্রিনিং এবং আফটার পার্টির সময় প্রথমবার একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন সোনাক্ষী আর জাহির। সেই তো তাঁদের প্রেমের শুরু। এরপরে, ৭ বছর প্রেম করার পরে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বর্তমানে সুখেই দিন কাটাচ্ছেন তাঁরা।

সদ্য সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষী সিংহ। মাঝে মাঝেই গুঞ্জন ওঠে, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি মোটেই অন্তঃসত্ত্বা নন।

(Feed Source: abplive.com)