জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার, ১০ মার্চ ব্রিগেডের সভা থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনে কে কে হবেন প্রার্থী, তা নিয়ে জল্পনার শেষ নেই। এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তবে লোকসভা নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। বিজেপি ইতোমধ্যেই প্রকাশ করেছে তাঁদের ২০ জন প্রার্থীর তালিকা। শোনা যাচ্ছে, তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে চলেছে বড়সড় চমক। বাদ পড়তে চলেছেন তারকা সাংসদ, অন্যদিকে বিশ্বজয়ী ক্রিকেট তারকা হতে পারেন প্রার্থী, এমনটাই খবর।
তৃণমূলের প্রার্থী তালিকায় প্রতিবছরই থাকে গ্ল্যামারের ঝলক, এবারও তার অন্যথা হবে না বলেই খবর। এবারও তৃণমূলের প্রার্থী হবেন দেব। বেশ কিছুদিন আগেই দেব ঘোষণা করেছেন যে ঘাটাল কেন্দ্র থেকেই ফের একবার ভোটে লড়বেন তিনি। কিছুদিন আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চান, এই মর্মে তৃণমূল সুপ্রিমোকে চিঠি পাঠিয়েছিলেন যাদবপুরের বর্তমান সাংসদ মিমি চক্রবর্তী। সেই ইস্তফা অবশ্য গ্রহণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শোনা গিয়েছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলিতে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন মিমি। কিন্তু সেখানেও রয়েছে কিছু টুইস্ট। অন্যদিকে টিকিট পাচ্ছেন না বসিরহাটের সাংসদ নুসরত জাহান, এমনটাই খবর।
আরেকটি নাম নিয়েও জোর গুঞ্জন। কিছুদিন আগেই নবান্নে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই খবর ছড়ায় যে ভোটে প্রার্থী হবেন তিনি। তবে এরপর সেই জল্পনায় কিছুটা ভাঁটা পড়ে গিয়েছিল। সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা যায়, রচনার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন রচনার ভোটে দাঁড়ানোর খবর নাকি কনফার্ম! তবে কোন কেন্দ্র থেকে লড়বেন তিনি? উঠে আসছিল কাঁথি বা তমলুকের নাম। তবে অন্দরের খবর কাঁথি বা তমলুক থেকে প্রার্থী হতে চাইছেন না রচনা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে দেওয়া হতে পারে হুগলি কেন্দ্র। তবে সেক্ষেত্রে মিমি বাদ পড়তে পারেন প্রার্থী তালিকা থেকে।
অন্যদিকে জোর গুঞ্জন, বিধায়ক জুন মালিয়া এবার লড়বেন সাংসদ পদের জন্য। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন তিনি। সেক্ষেত্রে তাঁর লড়াই হতে পারে বিজেপির সিটিং এমপি দিলীপ ঘোষের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষও। সায়নী যাদবপুরের বাসিন্দা, সেই কেন্দ্র থেকেই মিমির পরিবর্তে লড়বেন তিনি। তবে সূত্রের খবর আরও বড় চমক থাকতে চলেছে তৃণমূলের প্রার্থী তালিকায়।
ত্রঘ্ন সিনহার ঘনিষ্ঠ মহলের দাবি, আসানসোল থেকে আর ভোটে দাঁড়াতে চান না তিনি। শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণেই এই সিদ্ধান্ত শটগানের। তবে তিনি নাকি চান, তাঁর পরিবর্তে এবার তাঁর নায়িকা কন্যা রাজনীতির মঞ্চে আসুক। বিগত চলচ্চিত্র উত্সবের উদ্বোধনে এসেছিলেন সোনাক্ষী সিনহা। সেই সময়েই বক্তৃতার সময় মেয়েকে এগিয়ে দিয়েছিলেন সুপারস্টার, তাহলে কি এবার আসানসোলে শত্রঘ্নর বদলে প্রার্থী হবেন সোনাক্ষী? কানাঘুষো রয়েছে অনেক। শোনা যাচ্ছে, প্রার্থী হতে চলেছেন শাহরুখ ঘনিষ্ঠ এক ব্যক্তি, যিনি বাংলার মানুষেরও পছন্দের মানুষ।
অন্যদিকে উঠে আসছে আরও কিছু নাম। শনিবারই রায়গঞ্জ রেঞ্জের আইজি পদ থেকে ইস্তফা দিয়েছেন পুলিসকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু পুলিসকর্তাই নন, তিনি একাধারে অভিনেতা ও পরিচালকও। শোনা যাচ্ছে, বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী হবেন তিনি। এছাড়াও বিশ্বজয়ী ক্রিকেট তারকা কীর্তি আজাদ প্রার্থী হতে পারেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। বর্তমানে সেই কেন্দ্রের সাংসদ মমতাজ সংঘমিতা। শোনা যাচ্ছে, তাঁর বদলে ভোটে দাঁড়াচ্ছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলে কপিল দেবের সতীর্থ কীর্তি আজাদ।
(Feed Source: zeenews.com)