RG Kar Incident: ‘১২ বছর পরেও…!’ সরব করিনা থেকে আলিয়া, ঝড় আছড়ে পড়ল বলিউডে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খবরের শিরোনামে এখন শুধুই আরজি কর হাসপাতাল (RG Kar Incident)। কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তোলপাড় রাজ্য থেকে দেশ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে। এবার আরজি কর কাণ্ডের ঝড় আছড়ে পড়ল বলিউডে। করিনা কাপুর থেকে আলিয়া ভাট, পরিণীতি চোপড়া থেকে সোনাক্ষী সিনহা সরব হয়েছেন নেটপাড়ায়। আয়ুষ্মান খুরানা, বিজয় বর্মারাও শামিল হয়েছেন আন্দোলনে। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে দেখে নিন কে কী লিখলেন নেটপাড়ায়। আরজিকরকাণ্ডে উত্তাল গোটা রাজ্য। সমস্ত সরকারি মেডিক্য়াল কলেজে কর্মবিরতিতে জুনিয়র…


