Joy Goswami: ‘মেঘবালিকা’দের মনখারাপ! জয় গোস্বামীর জীবনে ‘রোলার-কোস্টার’, একাধিক অস্ত্রোপচার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার সাহিত্য-প্রেমী মানুষের জন্য খানিকটা স্বস্তির খবর। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বাংলা কবিতার অন্যতম স্তম্ভ, প্রখ্যাত কবি জয় গোস্বামী (Joy Goswami)। গত দুই সপ্তাহ ধরে তাঁর জীবন কেটেছে কার্যত ‘রোলার-কোস্টার’-এর মতো। তবে সমস্ত উদ্বেগ কাটিয়ে একাধিক গুরুত্বপূর্ণ শল্যচিকিৎসা বা অস্ত্রোপচারের (Multiple Surgery) পর অবশেষে তিনি বাড়ি ফিরেছেন। আপাতত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাংলা সাহিত্য জগতের এই দিকপাল মানুষটি। কন্যার দীর্ঘ পোস্টে কৃতজ্ঞতা ও আরোগ্য-কামনা: কবি কেমন আছেন, সেই খবর এতদিনে…



