Mithun Chakraborty Birthday: হেলেনের গ্রুপে নাচতেন ‘রানা রেজ’ নামে, বলিউডের প্রথম ১০০ কোটির ব্লকব্লাস্টার তাঁরই…’মহাগুরু’ মিঠুন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম ছবিতেই পেয়েছিলেন জাতীয় পুরস্কার। কিন্তু সেই জাতীয় পুরস্কারের পরেও বলিউডে নাম পেতে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। ফুটপাতে দিন কেটেছে, নাম পরিবর্তন করে নেচেছেন হেলেনের পিছনেও। সোমবার ছিল অভিনেতার ৭৫তম জন্মদিন। দশকের পর দশক মিঠুন প্রমাণ করেছেন, তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি বলিউডের ডান্সিং কিং, যিনি ১৯৮০-এর দশকে “আই অ্যাম এ ডিস্কো ডান্সার” গানে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন। শুরুর লড়াই: জাতীয় পুরস্কার, কিন্তু কাজ নেই ১৯৭৬ সালে মিঠুন তাঁর প্রথম…






