‘যাদের মা নেই, তারা আমার যন্ত্রণা বুঝবে…’! বলতে গিয়ে বুজে এল ঋতুপর্ণার গলা
মাতৃহারা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বহুদিন ধরেই কিডনির সমস্যাতে ভুগছিলেন অভিনেত্রীর মা নন্দিতাদেবী। গত ১ মাস ধরে ভর্তিও ছিলেন হাসপাতালে। তবে শেষরক্ষা হল না। শনিবারই চলে গেলেন না ফেরার দেশে। বয়স হয়েছিল ৭৭ বছর। আর পাঁচটা সন্তানের মতোই, মায়ের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সেই পুজো থেকেই তিনি কলকাতাতে রয়েছেন। প্রায় রোজ হাসপাতালেও ছুটছেন। হয়তো মনে আশা ছিল, মাকে নিয়ে পারবেন বাড়িতে ফিরতে। তবে সে আশা থেকে গেল অপূর্ণই। এদিন ঋতুপর্ণার মায়ের প্রয়াত হওয়ার খবর পেয়েই, সেই বেসরকারি হাসপাতালের…