Anirban-Madhurima: ধর্ষণের প্রতিবাদে নেমে কটাক্ষের মুখে মধুরিমা! কী এমন করলেন অনির্বাণপত্নী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর ধর্ষণকাণ্ড নিয়ে উত্তাল গোটা ভারত। চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে গোটা দেশ। আওয়াজ তুলেছে সব শ্রেণি ও পেশার মানুষ। রাস্তায় নেমে এসেছে সবাই। প্রথমদিন থেকেই রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন অভিনেত্রী মধুরিমা গোস্বামী। কিন্তু যেখানে মধুরিমা সরব সেখানে এখন পর্যন্ত এই ইস্যুতে কোনো কথা বলেননি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, যিনি সম্পর্কে মধুরিমার স্বামী। অনির্বাণ কেন চুপ, তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে নেটপাড়ায়। তবে চুপ থাকেননি অভিনেতার স্ত্রী মধুরিমা গোস্বামী।…







