R G Kar Protest: মঞ্চে নীরবতা পালন, রঙ্গকর্মীর নতুন নাটক শুরুর আগে আরজি করের অভয়াকে স্মরণ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রঙ্গকর্মীর সাম্প্রতিক তম নাটক চন্দা বেড়নি মঞ্চস্থ হওয়ার শুরুতেই আর জি করের নির্যাতিতার স্মরণে নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত দর্শকমন্ডলী এবং নাটকের কলাকুশলীরা। একাডেমী অফ ফাইন আর্টস এ নতুন নাটকের প্রিমিয়ারে দর্শক ছিল চোখে পড়ার মতো। যেখানে এই মুহূর্তে অনেক অনুষ্ঠান বাতিল বা পিছিয়ে যাচ্ছে সেখানে বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব স্বর্গীয় ঊষা গাঙ্গুলীর ভালোবাসায় গড়া দল বিশ্বাস করে ” শো মাস্ট গো অন”, এই নীতিতে। নাটক মঞ্চস্থ হোক, কিন্তু প্রতিবাদ হোক কাজের মধ্যে…