ফিরে দেখা ২০২৪, বাংলাকে কাঁদিয়ে বিষাদ-পথে পাড়ি দিয়েছেন যেসব নক্ষত্র…
কলকাতা : তারাদের দেশে তারারা। এবছর বিষাদের পথে পাড়ি দিয়েছেন বাংলার অনেক নক্ষত্র। যাঁদের জীবন-সংগ্রাম, সাফল্য অগুনিত মানুষকে পথ দেখিয়েছে। তাঁদের চলার পথ অনুপ্রাণিত করেছে। এমনই বেশ কয়েকজন বিশিষ্ট ও প্রথিতযশা বাঙালিকে আমরা হারিয়েছি ২০২৪-এ। উস্তাদ রাশিদ খান- এক নিঃশ্বাসে যিনি গেয়ে যেতে পারতেন সুদীর্ঘ লাইন, সেই উস্তাদই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯ জানুয়ারি। কলকাতার বুকেই থামে উস্তাদ রাশিদ খানের সুরেলা সফর। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত বছর ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন শিল্পী। প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন…








