শেষ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স, কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য?

শেষ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স, কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য?

ঝিলম করঞ্জাই, কলকাতা : বুদ্ধদেব ভট্টাচার্যর ( Buddhadeb Bhattacharjee ) শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। এবার তাঁর অনুগামীদের অপেক্ষা কখন তিনি ছাড়া পাবেন হাসপাতাল থেকে। হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে আর সংক্রমণ নেই। শনিবারই শেষ হচ্ছে তাঁর অ্যান্টিবায়োটিকের কোর্স। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডের আজকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।

বাড়ি পাঠানো নিয়ে সিদ্ধান্ত আজ 

হাসপাতাল সূত্রে খবর, রাইলস টিউব সমেত বুদ্ধবাবুকে কবে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো যায়, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। কারণ, ক্রমশ সুস্থ হয়ে ওঠা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেশিদিন হাসপাতালে রাখলে ফের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই চিকিৎসকদের একাংশ চান, বুদ্ধদেব ভট্টাচার্যকে দ্রুত হসপিটাল কেয়ার থেকে হোম কেয়ারে পাঠাতে। আজকের মেডিক্যাল বোর্ডের বৈঠকে থাকবেন সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু।

 শারীরিক অবস্থার উন্নতি অনেকটাই 

শুক্রবার উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর ছিল,  শনিবার হাসপাতালে ভর্তির সময় প্রাক্তন মুখ্য়মন্ত্রী সি রিয়্যাকটিভ প্রোটিনের পরিমাণ ছিল সাড়ে ৩০০-র কাছাকাছি। শুক্রবারে তা ছিল প্রায় স্বাভাবিকের দোরগোড়ায়। এর থেকে চিকিৎসকরা মনে করেছেন, ফুসফুসের সংক্রমণ অনেকটাই কমেছে।

অন্যদিকে, বুদ্ধবাবুর রক্ত পরীক্ষার ফলাফলে সব প্যারামিটারই প্রায় স্বাভাবিক। তিন দিন ধরেই কমছিল তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা, এদিন তা স্বাভাবিক। আগের থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বেড়েছে। শুক্রবার, রাইলস টিউব খুলে মুখ দিয়ে সামান্য নরম খাবার খাওয়ানো হয় বুদ্ধবাবুকে। তবে এখনও বাইপ্যাপ ও রাইলস টিউব পুরোপুরি খোলা নিয়ে সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা।

(Feed Source: abplive.com)