রক্তচাপ স্বাভাবিক! চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য! জানুন

রক্তচাপ স্বাভাবিক! চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য! জানুন

কলকাতা:  আবারও গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ আজই তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে! বেসরকারি হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য! আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সি-প্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে! অক্সিজেনের মাত্র কমে গিয়েছিল। জানা গিয়েছে, পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা বেড়েছে। রক্তচাপ স্বাভাবিক হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।দ্রুত স্থিতিশীল করার চ্যালেঞ্জ চিকিৎসকদের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল টিমে রয়েছেন, পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। এ ছাড়াও রয়েছেন, মেডিসিনের চিকিৎসকেরা। প্রস্রাবের সমস্যা রয়েছে। যেটা এতদিন স্পষ্ট করে জানাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই ইউরোলজিস্ট মেডিক্যাল বোর্ডে রাখা হয়েছে।

জানা যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছেন৷ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন তিনি৷ গত দু দিন ধরেই সেই শ্বাসকষ্টের সমস্যা কিছুটা বেড়েছিল৷ এ দিন সকাল থেকেই ফের বেশি অসুস্থ বোধ করতে থাকেন বুদ্ধদেব৷ সারা শরীরে ঘামও ছাড়ে৷ তবে তাঁর চিকিৎসা দ্রুত শুরু হয়েছে!

(Feed Source: news18.com)