সঞ্চয়ের বার্তা সৌরভের মুখে, শুভস্মিতা সকলে হাতে তুলে দিলেন ‘লক্ষ্মী ঝাঁপি’
কথাতেই আছে ষোলো আনা আয় হলে, তার চার আনা অন্তত সঞ্চয় করতে হয়। তবে বর্তমানে অনলাইন নানা ফুড অ্যাপ, শপিং অ্যাপ থেকে শুরু করে ক্রেডিট কার্ড সবটা মিলিয়ে মানুষের জীবন সঞ্চয় বা বিনিয়োগের পরিমাণ কমছে। আবার অনেকে সঞ্চয় করলেও জানেন না তার সঠিক উপায়। তবে এই সব কিছুর মুশকিল আসান করতে স্টার জলসার পর্দায় ৩০ জুলাই অর্থাৎ বুধবার থেকে আসছে নতুন মেগা ‘লক্ষ্মী ঝাঁপি’।শুক্রবার হয়ে গেল মেগার গ্র্যান্ড লঞ্চ। ধারাবাহিকের নায়ক-নায়িকা, পরিচালক, প্রযোজক ও লেখকরা উপস্থিত ছিলেন এদিনের বিশেষ…





