পুজোয় বেড়ানোর পরিকল্পনা বাতিল, কলকাতার দুর্গোৎসবে ছোটবেলাকে খুঁজবেন সৌরভ
কলকাতা: প্রায় বছর পাঁচেক পরে এবার পুজোয় তিনি কলকাতায় থাকবেন। এবারের পুজোটা তাই বেশ অন্যরকম। অন্যরকম তো বটেই.. এবার মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নামলেও, কলকাতা জুড়ে চলছে প্রতিবাদ। আরজি কর কাণ্ডের প্রতিবাদের মতো অভিনব ছবি আগে কখনও দেখেনি কলকাতা। কলকাতার মনে যেন এক বিষাদ ছড়িয়ে রয়েছে। সেই বিষাদের ছোঁয়া যেন তাঁর মনেও, সেই কারণেই এবার পুজোয় ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। কাজের ব্যস্ততার পাশাপাশি, এবার পুজো কেমন কাটবে অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)-র? খোঁজ নিল এবিপি লাইভ…

