বুড়ো হাড়ে ভেল্কি, রাসেল-নারাইনের দৌলতে প্লে-অফে পৌঁছল নাইট রাইডার্স
দুবাই: আসন্ন আইপিএলের আগেই খেতাব জয়ের পথে একধাপ এগোল নাইট রাইডার্স। না না কলকাতা নাইট রাইডার্স নয়, কথা হচ্ছে নাইট রাইডার্স (Abu Dhabi Knight Riders) ফ্র্যাঞ্চাইজির আরেক দল আবু ধাবি নাইট রাইডার্সের বিষয়ে। সপ্তাহান্তে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা নাইটদের জন্য মরণ-বাঁচন ছিল। সেই ম্যাচে দুরন্ত জয়ে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে গেল নাইট বাহিনী। এই ম্য়াচে নাইটদের জয়ের অন্যতম দুই কারিগর, নাইট পরিবারের অত্যন্ত পরিচিত দুই নাম আন্দ্রে রাসেল (Andre Russell) এবং সুনীল নারাইন (Sunil Narine)। এমআই…









