Kamindu Mendis | IPL 2025: দু’হাতে বল করে আইপিএল ইতিহাস, কাব্যের অস্ত্রাগারে কে এই ‘সব্যসাচী’?
জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইডেন গার্ডেন্সে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। ব্যাটে-বলে দুরন্ত কেকেআর ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে এসআরএইচকে (KKR vs SRH)। ৮০ রানে জিতেছে কলকাতা। একেবারে খেলেছে চ্যাম্পিয়নদের মতোই। তবে পরাজিত দলের হয়েই নজর কেড়েছেন ২৬ বছরের স্পিন অলরাউন্ডার কামিন্ডু মেন্ডিস (Kamindu Mendis)। জীবনে প্রথমবার আইপিএল খেলছেন শ্রীলঙ্কার ক্রিকেটার, আর এই মঞ্চেই ইতিহাস লিখলেন তিনি। ১৮ বছরের লিগে এই প্রথম কোনও বোলার, ওভার চলাকালীন বোলিং…