হার্দিকদের স্বস্তি, মুম্বই ইন্ডিয়ান্স অনুরাগীদের মুখে হাসি, অবশেষে দলে যোগ দিলেন বুমরা
মুম্বই: চারটির মধ্যে তিনটিতে হার, চলতি আইপিএলের (IPL 2025) লিগ তালিকায় সাত নম্বরে দল। সময়টা মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য় খুব একটা ভাল যাচ্ছে না। এই সময়ে মুম্বই একটি ক্রিকেটারের অভাব যে খুবই বোধ করছে, তা বলাই বাহুল্য। তিনি আর কেউ নন, মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের কারণে চার ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। তবে অবশেষে পল্টন সমর্থকদের মুখে হাসি ফুটল। দলে যোগ দিলেন ‘বুম বুম’ বুমরা। রবিবাসরীয় সকালে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সোশ্যাল…