MS Dhoni | IPL 2025: দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে চেন্নাইয়ের, কেকেআর ম্যাচের আগেই নেতৃত্বে ফিরলেন থালা!
জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025), হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। কে বলবে লিগের পাঁচবারের ও সর্বাধিক যুগ্ম চ্যাম্পিয়ন এই ফ্র্যাঞ্চাইজি। সিএসকে এখন পয়েন্ট টেবলে ৯ নম্বরে! ৫ ম্যাচের ৪ ম্যাচই হেরেছে তারা। ঝুলিতে এক জয়ের সুবাদে এসেছে ২ পয়েন্ট। আগামিকাল সিএসকে ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে মরসুমের ষষ্ঠ ম্যাচ খেলবে কেকেআরের বিরুদ্ধে (CSKvs KKR, IPL 2025)। কেকেআরের বিরুদ্ধে নামার আগেই চেন্নাই বাধ্য হল বিরাট সিদ্ধান্ত নিতে। লিগের বাকি…