‘হার্দিক কী চায় গুরুত্বহীন, ভারত কী চায় সেটাই আসল’, কামব্যাকে ম্যাচসেরা হয়ে দাবি পাণ্ড্যর
কটক: সেই এশিয়া কাপের মাঝপথে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তারপর দীর্ঘ সময় মাঠের বাইরেই ছিলেন তিনি। তবে কটকে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) জাতীয় দলে নিজের কামব্যাক ম্যাচেই দুরন্ত পারফর্ম করে ম্যাচের সেরা হলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ব্য়াট হাতে দলের কঠিন সময়ে দুরন্ত ২৮ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলার পর বল হাতেও একটি উইকেট নেন হার্দিক। এদিন হার্দিক যখন ব্যাট করতে নামেন, তখন ভারত চার উইকেট হারিয়ে বেশ চাপে। উপরন্তু দলের রান গতিও খুব…










