শাপমুক্তি কে এল রাহুলের হাত ধরে, ফয়সালার ম্যাচে ভারতীয় দলে চমক
বিশাখাপত্তনম: মুদ্রা আকাশের দিকে ছুড়লেন কে এল রাহুল (KL Rahul)। পাশে দাঁড়ানো তেম্বা বাভুমা ডাকলেন, ‘হেড।’ গোটা গ্যালারি যেন নিঃশ্বাস বন্ধ করছিলেন। ম্যাচ রেফারি টসের ফলাফল জানাতেই ধারাভাষ্যকার মুরলী কার্তিক ঘোষণা করলেন, ‘টেল।’ অবশেষে শাপমোচন ভারতের। শাপমুক্তি হল কে এল রাহুলের হাত ধরে। ওয়ান ডে ক্রিকেটে টানা ২০ ম্যাচে টস হারার পর অবশেষে জয়ের মুখ দেখল ভারত। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর টস জেতেনি ভারত (India vs South Africa)। অনেকে সোশ্যাল মিডিয়ায় লেখালিখি করছিলেন, টস…









