সুদর্শনের রোশনাইয়ের রাতে ফের ব্যর্থ যশস্বী, ৫৮ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাত
আমদাবাদ: মুম্বই রাজ্য ক্রিকেট দল ছেড়ে দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন। তাঁকে নাকি গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে। তবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিয়ে বিতর্ক তীব্র হয় তাঁর মুম্বই ছাড়ার সম্ভাব্য কারণ প্রকাশ্যে আসার পর। জানা যায়, অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে বিবাদের কারণেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী, মুম্বইয়ের অধিনায়ক রাহানে ও কোচ ওমকার সালভি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলায় তিনি নাকি রাহানের কিটব্যাগে লাথিও মেরেছিলেন। বিতর্কবিদ্ধ যশস্বীর কাছে কঠিন সময়ে সঞ্জীবনী হতে পারত আইপিএলে (IPL…