ভরা আইপিল, ম্যাচ চলছে, তারকা বোলার ঘুমোচ্ছেন! IPL-এ এই ঘটনা আগে ঘটেনি
ম্যাচ চলছিল। তার মধ্যে ঘুমিয়ে পড়লেন বোলার! রাজস্থান রয়্যালসের বোলার জোফ্রা আর্চার আবার খবরের শিরোনামে। ম্যাচের মাঝে দেদার ঘুমোলেন তিনি। কলকাতা: ম্যাচ চলছিল। তার মধ্যে ঘুমিয়ে পড়লেন বোলার! রাজস্থান রয়্যালসের বোলার জোফ্রা আর্চার আবার খবরের শিরোনামে। ঘুম থেকে উঠে অবশ্য তিনি এমন বোলিং করলেন যে সবই দেখে হা। পঞ্জাব কিংসের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের এই বোলার। তবে ভরা আইপিএলের মাঝে ম্যাচ চলাকালীন কোনও বোলার যে এভাবে ঘুমোতে পারেন, তা আর্চারকে না দেখলে অনেকে হয়তো বিশ্বাসই করতেন না। এদিন…