১২ দিনের মেয়ে সামলাচ্ছে আথিয়া, মাঠে দাপুটে রাহুল! ছবি দিয়ে কী লিখলেন নতুন মা

১২ দিনের মেয়ে সামলাচ্ছে আথিয়া, মাঠে দাপুটে রাহুল! ছবি দিয়ে কী লিখলেন নতুন মা

সদ্য বাবা-মা হয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। আপাতত যদিও মেয়ের থেকে একটু দূরেই থাকতে হচ্ছে রাহুলকে। কারণ চলছে আইপিএল। তবে নতুন মা আথিয়ার একটা পোস্ট আপাতত টক অফ দ্য টাউন। সদ্যোজাত সন্তানকে সামানোর সঙ্গে সঙ্গে কী করলেন সুনীল-কন্যা?

৫ এপ্রিল ছিল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ। ৫১ বলে ৭৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দিল্লিকে জিততে সাহায্য করেন রাহুল। দিল্লি ক্যাপিটালসের জন্য এই জয়টি খুবই বিশেষ ছিল, কারণ তারা দীর্ঘ ১৫ বছর পর চেপক স্টেডিয়ামে সিএসকেকে পরাজিত করল।

আর ম্যাচের পরপরই, কেএল রাহুলের স্ত্রী, অভিনেত্রী আথিয়া শেট্টি বরের প্রতি নিজের ভালোবাসা ও সমর্থন জানাতে স্টোরি দেন ইনস্টাগ্রামে। ম্যাচে থাকাকালীন দিল্লির জার্সিতে কেএল রাহুলের ছবি শেয়ার করে দেন, লাভ ইমোজি।

রাহুল ও আথিয়ার লাভস্টোরি

সম্প্রতি, কেএল রাহুল এবং আথিয়া শেট্টি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর আইপিএলের শুরুতেই তাঁদের কোলে আসে সেই ছোট্ট পরী। এমনকী, এই কারণে দিল্লির ১ম ম্যাচই মিস করেন নতুন বাবা। সেদিনই ডেলিভারি হয় আথিয়ার। সময়ের কিছু আগেই জন্ম নেয় ভারতীয় ক্রিকেটার দম্পতির প্রথম সন্তান।

২০২৫ সালের ২৪ মার্চ সামজিক মাধ্যমে যৌথ পোস্ট দিয়ে তাঁরা করেন সেই ঘোষণাটি। যেখানে ছিল দুটি রাজহাঁসের একটি সুন্দর ছবি। আর সঙ্গে লেখা, ‘ভগবানে আশীর্বাদে কন্যা সন্তান এসেছে ঘরে’। পোস্টটিতে কোনও ক্যাপশন ছিল না, কেবল একটি ইমোজি ছিল যার একটি বলয় এবং ডানাযুক্ত একটি শিশুর ছবি।

মেয়েকে নিয়ে রাহুল

এর আগে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ম্যাচের আগে, প্র্যাকটিস সেশনের সময় কেএল রাহুলের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর সদ্যোজাত কন্যার ব্যাপারে। এসআরএইচ-এর অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি রাহুলের কাছে জানতে চান, ‘তোমার বাচ্চা কেমন আছে?’, তাতে রাহুল জবাব দেন, ‘ভালো’। এরপর নীতিশ বলেন, ‘কিউট?’ তাতে রহুলের সলজ্জ জবাব ছিল, ‘হ্যাঁ কিউট। আমি তো কিউট বলবই…’! এমনকী হাত দিয়ে ইঙ্গিত করে, মেয়ে কতটা ছোট তাও দেখান রাহুল এরপর। আর সেই ভিডিয়ো কেড়ে নেয় সকলের মন।

(Feed Source: hindustantimes.com)