১২ দিনের মেয়ে সামলাচ্ছে আথিয়া, মাঠে দাপুটে রাহুল! ছবি দিয়ে কী লিখলেন নতুন মা
সদ্য বাবা-মা হয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। আপাতত যদিও মেয়ের থেকে একটু দূরেই থাকতে হচ্ছে রাহুলকে। কারণ চলছে আইপিএল। তবে নতুন মা আথিয়ার একটা পোস্ট আপাতত টক অফ দ্য টাউন। সদ্যোজাত সন্তানকে সামানোর সঙ্গে সঙ্গে কী করলেন সুনীল-কন্যা? ৫ এপ্রিল ছিল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ। ৫১ বলে ৭৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দিল্লিকে জিততে সাহায্য করেন রাহুল। দিল্লি ক্যাপিটালসের জন্য এই জয়টি খুবই বিশেষ ছিল, কারণ তারা দীর্ঘ ১৫ বছর পর চেপক স্টেডিয়ামে সিএসকেকে…