Rohit Sharma- ৩৭ বছর বয়সী রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক ও ব্যাটার হিসেবে ব্যর্থ। ৬ ইনিংসে মাত্র ৯১ রান করতে পেরেছিলেন তিনি। এমনকী তাঁর ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠেছে।
মুম্বই: ভারত কি রোহিত শর্মার বিকল্প খুঁজতে শুরু করেছে? নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ৩৭ বছর বয়সী রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক ও ব্যাটার হিসেবে ব্যর্থ। ৬ ইনিংসে মাত্র ৯১ রান করতে পেরেছিলেন তিনি। এমনকী তাঁর ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠেছে।
রোহিত শর্মার ফর্ম, ফিটনেস এবং বয়স সম্ভবত বিসিসিআইকে ভাবাচ্ছে। তাই বোর্ড কর্তারা এমন একজন ক্রিকেটারকে দলে নিতে চাইছেন যিনি লম্বা রেসের ঘোড়া। সেই ক্রিকেটার শুধুমাত্র ওপেন করবেন না, অধিনায়কের দায়িত্ব সামলাতে পারবেন। ২২ নভেম্বর থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে। ওই সিরিজের জন্য ভারতীয় দলে বেশ কয়েকটি বদল হতে পারে।
দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। তাঁরা হলেন কেএল রাহুল এবং ধ্রুব জুরেল। এই দুই খেলোয়াড়ই বর্ডার গাভাস্কার ট্রফির জন্য নির্বাচিত ভারতীয় দলে অন্তর্ভুক্ত। তা সত্ত্বেও দুজনকেই ভারত এ দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে তারা অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলতে পারেন।মনে করা হচ্ছে, কেএল রাহুল এবং ধ্রুব জুরেলকে দলের বাকিদের থেকে আগে পাঠানোর কারণ ছিল তাদের অস্ট্রেলিয়ার পিচগুলির সাথে পরিচিত করা। কিন্তু যদি এটাই হত তা হলে যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খানের মতো তরুণদেরও ভারত এ-তে যুক্ত করা যেত। আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড কেএল রাহুলকে নিয়ে কিছু পরিকল্পনা করছে বলে খবর।
সিনিয়র খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র কেএল রাহুলকে কেন প্রথমে অস্ট্রেলিয়া পাঠানো হয়েছিল? এর কারণ পরিষ্কার। কোচ রাহুল দ্রাবিড়ের সময় থেকেই রাহুলকে সমর্থন দিয়ে আসছে টিম ম্যানেজমেন্ট। তাঁকে দলে রাখার জন্য উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলানো হয়।
সরফরাজের ১৫০ রানের ইনিংসের পর রাহুলের পাঁচ-ছয় নম্বরে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। রাহুল এমন একজন যাঁকে বোর্ড সব সময় অধিনায়কের দৌড়ে রাখে। বিশেষ করে ওয়ানডে ও টেস্ট ম্যাচে।