বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন রাহানে
নাগপুর: তাঁকে জাতীয় দলের জার্সিতে শেষ দেখা গিয়েছে প্রায় দেড় বছর আগে। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন। ২০২৩ সালের জুলাই মাসে ছিল সেই ম্যাচ। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে খেলে চলেছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তবে জাতীয় দলের দরজা আর খোলেনি। ২০২৩-২৪ মরশুমে তাঁর নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যশালী টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এবারও তাঁর অধিনায়কত্বে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলছে ৪১ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় সিনিয়র নির্বাচক কমিটি তাঁকে উপেক্ষাই…