ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা, বয়স মাত্র ২১, ফিল্ডিং করার ফাঁকেই লুটিয়ে পড়লেন!
হায়দরাবাদ: মৃত্যু কখন আসে, কেউ বলতে পারে না। আর কখনও কখনও এমন অতর্কিতে হানা দেয় যে, লড়াই করার সুযোগও পাওয়া যায় না। যেমন সুযোগ পেলেন না বিনয় কুমার (Vinay Kumar)। আইপিএল চলছে। তার মাঝেই ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা। ক্রিকেট ম্যাচ খেলার মাঝেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। সতীর্থ, বন্ধু, মাঠে হাজির সকলেই স্তব্ধবাক। একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি শুক্রবারের। ৪ এপ্রিল হায়দরাবাদের মেডচলের সি এম আর ইঞ্জিনিয়ারিং কলেজে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সেই ম্যাচে অংশ নিয়েছিলেন খাম্মাম…